মহানগর ওয়েবডেস্ক: একদিকে যখন দিল্লিতে নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই নৈহাটিতে অশান্তির জেরে ঘরছাড়াদের ফেরাতে তৃণমূলের ধর্ণা মঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ থাকা সত্ত্বেও দিল্লিতে না এসে ধর্ণা মঞ্চে মমতার যাওয়া নিয়ে দিল্লিতে বসেই মমতাকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার দিল্লিতে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মহানগরকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ মমতাকে আক্রমণ শানিয়ে বলেন, ‘সরকার চলে গেলে তো ধর্ণাই দিতে হবে ওনাকে, তাই আগে থেকে তার প্রস্তুতি নিচ্ছেন। সেটা হতে অবশ্য আর বেশি দিন লাগবে না। খুব শীঘ্রই সম্ভব হতে চলেছে সেটা।’ পাশাপাশি এখনও বিভিন্ন জায়গায় বিজেপির উপর হামলা প্রসঙ্গে তাঁর দাবি, ‘হার স্বীকার করতে পারছেন না, তাই এইসব কাণ্ড করা হচ্ছে। ও সমস্যা শুধরে যাবে বেশিদিন আর এইসব চলবে না।’
পাশাপাশি, লোকসভায় বাংলায় বিপুল জয়ের পর ইতিউতি কানাঘুষোও শোনা যাচ্ছে মন্ত্রী তালিকায় আসতে পারে রাজ্য বিজেপির সভাপতি তথা জয়ী সাংসদ দিলীপ ঘোষের নাম। এহেন পরিস্থিতিতে নিজের মন্ত্রিত্ব নিয়ে দিলীপ ঘোষ জানান, ‘আমি আমার মনের কথা শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছি। আমি স্লোগান দিয়েছিলাম উনিশে হাফ একুশে সাফ। হাফের কাছাকাছি এসেছি, যতক্ষন না তৃণমূল সাফ হচ্ছে, ততক্ষণ অন্যদিকে আমার দৃষ্টি নেই।’