নিজস্ব প্রতিবেদক, সিউড়ি: রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রের গরিমসি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বীরভূমের বোলপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সরাসরি নাম বদলের বিরোধিতা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিনের সভায় দিলীপবাবু বলেন, ‘রাজ্যের নাম পরিবর্তন করে কোন উন্নতি হবে না। তাই রাজ্যের নাম আমরা কোন ভাবে পরিবর্তন করতে দেবো না।’
বুধবার বোলপুর শহরে একটি মিছিল করে পথসভা করেন বীরভূম জেলা বিজেপি। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সেই সবায় বক্তব্য রাখতে গিয়ে শাসকদল তৃণমূলকে তিব্র আক্রমণ করেন তিনি। বলেন, ‘কেউ একজন নাম পরিবর্তন নিয়ে মাথা খারাপ করে দিতে পারে। কিন্তু সবাই নয়। রাজ্যের মানুষই চায় না এই নাম পরিবর্তন হোক। আর তাই, পশ্চিমবঙ্গের নাম আমরা ‘বাংলা’ করতে দেব না কখনই।’ তবে শুধু নাম পরিবর্তন নয়, তিনি আক্রমণ করতে ছাড়েননি তৃণমূলকেও। তাঁর কথায়, ‘তৃণমূল দলটি কেশ আর ক্যাশে চলছে। টিএমসি ক্যাশ দিয়ে বিজেপির বিজয়ী পার্থীদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে, যারা শুনছে না তাদেরকে কেশ দেওয়া হচ্ছে। তবে এইভাবে আর বেশিদিন চলবে না।’
তবে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সেখানকার একছত্র অধিপতি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকেও আক্রমণ করতে ছাড়েননি দিলীপ। অনুব্রতর নাম না করে দিলীপ বলেন, ‘আপনাদের জেলায় একজন আছে যে নিজের এলাকায় উঁচু গলায় কথা বলে আর বাইরে গেলে মাথা নিচু করে নেয়। ওনার জানা উচিত নিজের এলাকায় কুকুরও সিংহ হয়। আর বিজেপি সিংহের মত সব জায়গা থেকে হুঙ্কার দেয়।’