নিজস্ব প্রতিবেদক, হাবড়া: পানিহাটিতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বিকেলে হাবড়াতে জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষকে পাল্টা দিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা একটা অরাজনৈতিক দলের গুন্ডাদের মতো। পানিহাটিতে অস্ত্র হাতে ঘুরেছেন। ওকে অস্ত্র আইনে গ্রেফতার করা উচিত। একটা সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি হয়েও তাঁর ভূমিকা একটা বাচ্চা ছেলের মতো। দিলীপ ঘোষের তিন পয়সার দাম নেই। কিন্তু ভাব দেখায় দশ পয়সার মতো।’
প্রসঙ্গত, পূর্ব নাটাগড় জমিদার পাড়া রথযাত্রার কমিটির উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা সভাপতি কিশোর কর, উত্তর কলকাতা জেলা সম্পাদক চণ্ডীচরণ রায়-সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। উদ্বোধনের পর উদ্বোধক দিলীপ ঘোষ জানান, যারা পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন, তাঁরা দলীয় কাজে ব্যস্ত। রাজ্যের কী অবস্থা সেদিকে তাঁদের বিন্দুমাত্র নজর নেই। রাজ্যে পুলিশের নিরাপত্তা নেই। সেই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে থাকবে? এছাড়াও আরও বেশ কয়েকটি ইস্যু নিয়ে রাজ্যকে আক্রমণ করেন তিনি।
এদিন দিলীপ ঘোষের এইসব মন্তব্যের জন্য প্রথম থেকেই খড়্গহস্ত ছিলেন জ্যোতিপ্রিয়। গুণ্ডাদের সঙ্গে তুলনা করার পাশাপাশি দিলীপ ঘোষের ১০ পয়সা দাম নেই বলে মন্তব্য করেন। জ্যোতিপ্রিয়’র এই মন্তব্যের কোনও পাল্টা প্রতিক্রিয়া এখনও দেয়নি বিজেপি।