মহানগর ওয়েবডেস্ক: কাপাডিয়া পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার রাতেই মারা যান ডিম্পেল কাপাডিয়ায় মা বিট্টি কাপাডিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং হাসপাতালেও ভর্তি করা হয়।কিছুদিন সুস্থ থাকার পর আবার অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রীর মা। আর শনিবার রাতেই দুঃসংবাদ আসে কাপাডিয়া পরিবারে।
রবিবার সকালেই বিট্টি কাপাডিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় গোটা বলিউড। অভিনেতা সানি দেওল থেকে শুরু করে ঋষি কাপুর এবং অন্যান্য তারকারা হাজির হন সেখানে। সকাল সকালই টুইঙ্কেল সঙ্গে নিয়ে পৌঁছে যান অক্ষয় কুমার। দিদিমার শেষ যাত্রায় ডিম্পেল কাপাডিয়ায় সঙ্গে হাজির ছিলেন দুই নাতনি টুইঙ্কেল এবং রিঙ্কি খান্নাও। কিছুদিন আগেই অক্ষয় কুমার বিট্টি কাপাডিয়ায় জন্মদিন সেলিব্রেট করেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াও শেয়ার করেন তিনি।