kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে অবশেষে অবসর ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার দীনেশ মোঙ্গিয়া। ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) পঞ্জাবের হয়ে শেষবার ক্রিকেট খেলেছিলেন তিনি। তারপরই বিদ্রোহী লিগে নাম লেখানোর দরুন তাঁকে ব্যান করে বিসিসিআই। শেষ ম্যাচ খেলার ১২ বছর পর মঙ্গলবার অবসর ঘোষণা করেন তিনি।

১৯৯৫ সালে পঞ্জাবের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে অভিষেক হয় মোঙ্গিয়ার। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলার সুবাদে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে ডাক পান মোঙ্গিয়া। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে ভিভিএস লক্ষ্মণের বদলে খেলেছিলেন তিনি।

নিজের কেরিয়ারে দেশের হয়ে ৫৭টি ওয়ানডে খেলেছিলেন তিনি। করেছেন ১২৩০ রান। সর্বোচ্চ ২০০২ সালে গুয়াহাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫৯* রান। একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেও দেশের হয়ে কখনও টেস্ট খেলেননি তিনি।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভালই তাঁর পরিসংখ্যান। ১২১টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ২১টি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া ল্যাঙ্কাশায়ার ও লেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটও খেলেছেন। তবে বিসিসিআই দ্বারা ব্যান হওয়ার পর ক্রিকেটের মূল স্রোত থেকে হারিয়ে যান। শেষ মরশুমে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন নির্বাচক ছিলেন তিনি। আগামী দিনে ক্রিকেট কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছেন দীনেশ মোঙ্গিয়া।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here