ডেস্ক: একদিকে ধর্ষকদের কঠোরতম শাস্তি দেওয়ার ক্ষেত্রে উঠেপড়ে লাগছে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সৈনিক যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের ছবিটা বিশেষ বদলাচ্ছে না। এদিন ফের এক ১৩ বছরের মেয়েকে টানা তিন দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি গ্রামে নিজের ক্লিনিকের ভিতর লাগাতার ধর্ষণের অভিযোগ জানিয়েছেন ওই নাবালিকার বাবা। ঘটনার পরই গ্রেফতার করে নেওয়া হয় অভিযুক্ত চিকিৎসককে। নির্যাতিতা মেয়েটি কোনও রকমে পালিয়ে এসে তাঁর বাবাকে জানালে তিনি পুলিশে অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে আপাত হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্তের ক্লিনিকের সব জিনিসও বাজেয়াপ্ত করে নিয়েছে পুলিশ।
নির্যাতিতার বাবা পুলিশকে জানিয়েছেন, মেয়েকে ওই ক্লিনিকে ওষুধ কিনতে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তখন ওই নাবালিকাকে নেশার ওষুধ খাইয়ে লাগাতার তিনদিন ধর্ষণ করে ওই অভিযুক্ত। নির্যাতিতাকে ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানায় পুলিশ।