trump bengali news

মহানগর ওয়েবডেস্ক: নোভেল করোনা ভাইরাস কার্যত ছারখার করে দিচ্ছে গোটা আমেরিকা। কোনও ভাবেই আক্রান্ত ও মৃতের সংখ্যাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এহেন পরিস্থিতিতেও নিজের ঢাক নিজে পেটাতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তিনি নিজেই সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট। নিজের শাসনের প্রথম সাড়ে তিন বছরে তাঁর মতো কাজ আমেরিকার ইতিহাসে আর কোনও প্রেসিডেন্ট করেনি।

ট্যুইটারে ট্রাম্প লেখেন, ‘যেসব মানুষরা আমায় চেনেন এবং আমেরিকার ইতিহাস জানেন, তারা বলেন আমি নাকি দেশের ইতিহাসে সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট। আমি নিজে জানি যে আমি পরিশ্রমী আর আমার শাসনকালে প্রথম সাড়ে তিন বছরে আমি যা কাজ করেছি তা ইতিহাসে কেউ করেনি।’

কিছু সংবাদমাধ্যমকে দুষে তিনি আরও লেখেন, ‘আমি ভোর বেলা থেকে অনেক রাত পর্যন্ত কাজ করি। শেষ কয়েকমাস হোয়াইট হাউজ ছেড়ে বেরোইনি। অথচ আমার কী খাই, কী করি সেসব নিয়ে একজন থার্ড গ্রেড রিপোর্টার নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন লিখছে। আমি তাকে চিনিও না।’

 

উল্লেখ্য, কয়েকদিন আগে করোনা রুখতে শরীরে জীবাণুনাশক ইনজেক্ট করার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে মার্কিন সংবাদমাধ্যম প্রবলভাবে তাঁর কটাক্ষ করে। জীবাণুনাশক সংস্থা লাইজলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কোনও ভাবেই যেন কোনও ব্যক্তি তাদের প্রোডাক্ট নিজের শরীরে ইনজেক্ট করার চেষ্টা না করেন। এটা প্রাণঘাতী। যদিও সমালোচনার মুখে পড়ে ট্রাম্প দাবি করেন তিনি একটু সারকাজম করছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here