bengali news on trump

Highlights

  • ট্রাম্প টাওয়ারের জানলায় ঝুলে স্পাই করছেন ওবামা
  • ট্রাম্পের ঘরে ওবামার উঁকি দেওয়ার ফটোশপড ইমেজ প্রকাশ্যে
  • ছবি ঘিরে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়

মহানগর ওয়েবডেস্ক: তাঁর পূর্বসূরি বারাক ওবামা তাঁকে স্পাই করছেন৷ এই ফটোশপড ইমেজ টুইটারে পোস্ট করার পর নেটজেনদের মধ্যে ঝড় বয়ে গেছে৷ আগেরবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে স্পাই করার অভিযোগ এনেছিলেন৷ আবার ভোট দোরগড়ায়৷ আবার এই ধরণের ছবি সামনে এনে কি প্রমাণ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট? তাই নিয়ে সরগরম নেট দুনিয়া৷

ফটোশপড ইমেজে দেখা যাচ্ছে, ট্রাম্প টাওয়ারের জানলায় বাইনাকুলার নিয়ে ঝুলছেন ওবামা৷ ভ্যাকুয়াম সাকশন ক্যাপ হাতে নিয়ে তিনি ঝুলে রয়েছেন৷ এই ছবির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছন, বাইনাকুলার হাতে ওবামা তাঁর ঘরে উঁকি দিচ্ছেন৷

নেটিজেনদের কথায়, হিংসুট প্রেসিডেন্ট৷ ট্রাম্প আগে বারবার অভিযোগ করেছেন, ২০১৬-এর প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প টাওয়ারে ওয়্যারট্যাপিং করেছিলেন ট্রাম্প৷ এই ফটোশপড ইমেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেছে৷ অনেকে বলছেন, এটা আশ্চর্য তামাসা৷ অনেকে আবার বলছেন, মার্কিন প্রেসিডেন্ট হিংসুট৷ ওবামা গৌরবের সঙ্গে তাঁর ৮ বছরের মেয়াদ পূর্ণ করেছেন৷ এই কারণে তিনি হিংসা প্রকাশ করলেন৷


ছবির নিচে পড়তে থাকে একের পর এক কমেন্ট৷ একজন লেখেন, ইমপিচ হওয়া মার্কিন প্রেসিডেন্টকে কেমন দেখতে লাগবে তা দেখছেন ওবামা। ছবি ঘিরে সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়। ওবামার প্রতি হিংসে থেকেই ট্রাম্প এমন করেছেন বলে কটাক্ষ শুরু হয়৷ শুক্রবার সকাল ৮টা ১০মিনিটে ফোটোশপ করা এই ছবি পোস্ট করেন ট্রাম্প। মাত্র আধঘণ্টার মধ্যে তা ১৭ হাজার বার রিট্যুইট হয়ে যায়। প্রায় দুই বছর আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের একটি ট্যুইট করে বিতর্ক তৈরি হয়েছিল। শেষপর্যন্ত সেই ট্যুইট ডিলিট করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার সেই পথে যাননি ট্রাম্প। সমালোচনা উপেক্ষা করে কী বার্তা দিতে চাইলেন ট্রাম্প? আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই সম্ভবত ট্রাম্পের এই কৌশল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here