kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: রবিবার সকাল সকাল ছুটির আমেজ বদলে গেল আতঙ্কে। রবিবাসরীয় সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের বিকানের জেলা সহ বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.৮।

সূত্রের খবর, রবিবার সকাল ১০.৩৬ নাগাদ ভূমিকম্প হয়। কম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে বলে জানা গিয়েছে। সকাল সকাল এই কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছুটির দিন হওয়ায় সকলে বাড়িতেই পরিবারের সঙ্গে ছিলেন। বহুতল ছেড়েও রাস্তায় নেমে আসেন রাজস্থানবাসী।

যদিও প্রশাসন থেকে জানানো হয়েছে এই ভূমিকম্পের ফলে কোনও রকম ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া কোনও রকম গুজব ও আতঙ্ক না ছড়ানোর জন্যও মাইকিং করা হয় । প্রসঙ্গত, গত মাসেই ভূমিকম্পে কেঁপে উঠছিল রাজস্থানের ঝুনঝুনু, শাখাওয়াতি অঞ্চল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here