ডেস্ক: লর্ডসের মাঠে জামা ঘোরানো হোক কিংবা চ্যাপেল বিতর্ক। ভারতের অধিনায়ক হিসাবে ও একজন ক্রিকেট খেলোয়াড় হিসাবে সৌরভ গাঙ্গুলির বিষয়ে কৌতুহল সকল মানুষের আছে। কিছুদিন আগে সেই বিষয় নিয়ে নিজের জীবনি লিখে ফেলেছেন সৌরভ। এবারে সেই জীবনি নিয়ে সিনেমা বানাতে চলেছেন একতা কাপুর। সূত্র মারফত জানা গিয়েছে বালাজী টেলিফিল্মসের ডিজিটাল প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে একটি ওয়েব সিরিজ বানানোর প্ল্যান চলছে। যেখানে সৌরভ গাঙ্গুলির বায়োপিক হিসাবে বানানো হবে এই সিরিজিটি। এই বিষয় নিয়ে নাকি সৌরভ ও একতা কাপুরের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হয়ে গিয়েছে।
কিন্তু এই বিষয়ে সৌরভ চেয়েছেন যেন কলকাতার পরিচালক এই কাজটি করেন। কিন্তু শোনা যাচ্ছে একতা বলিউডের পরিচালকের উপর গুরুত্ব দিয়েছেন। এর আগে ভারতের দুই ক্রিকেট তারকাকে নিয়ে বড় পর্দায় সিনেমা হয়ে গিয়েছে। শচীন ও ধোনিকে নিয়ে বানানো বায়োপিক দর্শকদের মনে নজর কারে। যদিও সৌরভের বায়োপিক ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে। সূত্রের খবর,ইতিমধ্যেই শুটিং স্পট বাছা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। লর্ডসের গ্যালারি থেকে সৌরভের ডেবিউ মাঠ খেলার জন্য এই সমস্ত জায়গা রেকি করা হয়ে গিয়েছে।এই বিষয় নিয়ে সৌরভ জানিয়েছেন ”আমার এখনও পর্যন্ত বালাজী টেলিফিল্মসের সাথে কথা বার্তা বলতে বাকি আছে। কিছুই চূড়ান্ত হয়নি এখনও। এই বিষয় নিয়ে কনফর্ম হওয়ার পর আমি নিজেই আপনাদের জানাব।” তবে হয়ত আর কিছুদিনের অপেক্ষা হয়ত নতুন ‘দাদাগারি’ দেখতে পাবেন সকলেই একতা কাপুরের হাত ধরে।