Parul

মহানগর ডেস্ক: ৫ জুন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ মুসলিম বৃদ্ধকে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। মারধরের সময় বন্দেমাতারম ধ্বনি তোলে। স্লোগান দেয় জয় শ্রী রাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন মহল থেকে নিন্দা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত যোগী রাজ্যের পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ads

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিযুক্তদের একজন ফুলহাতা সাদা রঙের টিশার্ট ও একটি প্যান্ট পরে আছেন। তাঁর হাতে ছুরি। অন্য দিকে, অন্য একজনের পরনে ছিল আকাশি রঙের টিশার্ট ও ধূসর রঙের প্যান্ট। তাঁরা সকলেই ওই বৃদ্ধকে মারধর করছিলেন। আবদুল সামসাদ নামের ওই ব্যক্তিকে মারধর করতে করতে অভিযুক্তরা বলেন, ওই ব্যক্তি পাকিস্তানের চর।

আবদুল সামসাদ নামের ওই ব্যক্তি বলেন, তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন। এক যুবক এসে তাঁকে অটোতে উঠতে বলেন। ওই অটোতে আগে থেকে দুই জন যাত্রী ছিলেন। তাঁকে সামনের একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দরজা বন্ধ করে তাঁকে মারধর করা হয়। তিনি অভিযোগ করেছেন, তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।

অন্য দিকে, জানা গিয়েছে, মূল অভিযুক্তের নাম প্রভেশ গুজ্জর। ওই যুবক আগেই একাধিক মুসলিমকে ধরে মেরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here