মহানগর ওয়েবডেস্ক: আজ দুপুরে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, দীপাবলি অর্থাত ২৭ অক্টোবরের আগেই হতে পারে নির্বাচন৷
আগামী ২৭ অক্টোবর দীপাবলি। তার আগেই ভোট হতে পারে মহারাষ্ট্র ও হরিয়ানায়। নির্বাচনের দিন ঘোষণা হলেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে এই দুই রাজ্যে। ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়েছে শাসক বিজেপি ও তার সহযোগী শিবসেনা। গত মাসে ভোটারদের কাছে পৌঁছতে মহা জন আদেশ যাত্রায় বেরিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ২৮৮ টি আসনের মহারাষ্ট্রে ১২২ টি রয়েছে বিজেপির দখলে রয়েছে৷ এবার বিজেপি ও শিবসেনার জুটিকে পরাস্ত করতে জোট বেঁধেছে কংগ্রেস ও এনসিপি৷ তবে আদতে ফলাফল কী হয় তা সময় বলবে৷
ওদিকে হরিয়ানা বিধানসভার আসন সংখ্যা ৯০৷ এবার চতুর্দশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে হরিয়ানায়৷ ৯০টি আসনের মধ্যে ৪৭টি দখলে রয়েছে ভারতীয় জনতা পার্টির৷ ১৭টি আসন রয়েছে কংগ্রেসের৷ ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের দখলে রয়েছে ১৯টি আসন৷ ইতিমধ্যেই প্রচারে নেমে গিয়েছে সবকটি দল৷ প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও৷
এইসময ঝাড়খণ্ডেও বিধানসভার ভোট হওয়ার কথা থাকলেও এখনই দিন ঘোষণা হবে না বলেই সূত্রের খবর। কারণ ঝাড়খণ্ডের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ডিসেম্বরে সেখানে নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে। ট্যুইট করে কিছুদিন আগে এমনটাই জানিয়েছেন বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ প্রীতি গান্ধী।