ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন তারপর লোকসভা। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই কল্পতরু হচ্ছে উভয় সরকার। কেন্দ্রে ইতিমধ্যেই লোকসভা ভোট কাছে চলে আসায় রেলে প্রায় এক লাখ নিয়োগের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি পশিচমবঙ্গে সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই ভোটের মুখে ১৩ হাজার পদে নিয়োগের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। কিন্তু এই রাজ্য নিয়োগ মূলত হবে একটু অন্যরকম। সূত্রের খবর, প্রধানত গ্রামকেই টার্গেট করা হবে সেটা বুঝিয়ে দিয়েছে মমতার সরকার। নিয়োগ প্রক্রিয়ায় জোর দেওয়া হবে পাহাড়,জঙ্গলমহল এই এলাকাগুলি ও আদিবাসী অধ্যুষিত এলাকায় নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। ১৩ হাজার নিয়োগের মধ্যে শুধুমাত্র পুলিশেই নিয়োগ হবে ৯ হাজার ১০০ পদে।
তারপর অন্যান্য দফতরে নিয়োগ হবে খুব দ্রুতই বল্র জানা গিয়েছে। সূত্রের খবর, রাজ্য এবারে তাঁদের নিজস্ব কিছু ব্যাটেলিয়ান ফোর্স তৈরি করবে। যারা র্যাফ এর মতোই কাজ করবে বলে জানা গিয়েছে। মূলত যে সব জায়গায় গোলমাল,অশান্তি ও ঝামেলা রুখতে এরা কাজ করবে কেন্দ্রীয় বাহিনীর জায়গায়। এক্ষেত্রে বারবার কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর জন্য হাত পাততে হবে না আর রাজ্যকে। রাজ্য পুলিশের ৫ হাজার ৩০০ কনস্টেবল এবং ৮০০ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবে। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার।