news bengali

মহানগর ওয়েবডেস্ক: করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মার্কিন যুক্তরাষ্ট্র। যেহেতু নোভেল করোনা ভাইরাস অতি সংক্রামক, তাই বাধ্য হয়েই সারা দেশে লক ডাউন চলছে। লক ডাউন অমান্যকারীদের জন্য আনা হয়েছে আইন। বিশেষজ্ঞরাও মানছেন এই মুহূর্তে লক ডাউন ছাড়া করোনা ঠেকানো সম্ভব নয়। কিন্তু বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি এলন মাস্ক এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয়।

শুরু থেকেই লক ডাউনের বিরোধিতা করে এসেছেন টেসলা ইলেকট্রিক গাড়ি সংস্থার প্রতিষ্ঠাতা। সম্প্রতি আমেরিকায় কয়েকটি রাজ্যে লক ডাউন শিথিল করা হয়েছে। যদিও মাস্কের নিজের রাজ্য ক্যালিফোর্নিয়ায় তা এখনও কার্যকর। আর এতেই প্রবল গোঁসা তাঁর। সরকারের এই সিদ্ধান্তকে সরাসরি ফ্যাসিস্ট সিদ্ধান্তকে বলে তোপ দেগেছেন তিনি। পাশাপাশি এর ফলে যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মাস্ক।

তাঁর মতে, ‘লক ডাউন ঘোষণা করে সরকার জোর করে মানুষকে গৃহবন্দি করে রাখছে। এতে মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। মানুষের স্বাধীনতা এই ভাবে কেড়ে নেওয়া জঘন্যতম অপরাধ। এর ফলে প্রচুর ক্ষতি হচ্চে। শুধু যে টেসলা কোম্পানির তা নয়। সারা দেশে অনেক ছোট বড় কোম্পানি প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়ছে। অনেকেই এরপর আর ঘুরে দাঁড়াতে পারবে না।’

তিনি আরও যোগ করেন, ‘মানুষ এতে অনেক রেগে যাবে। সবাইকে ঘরে থাকার অনুরোধ করাই যায়। কিন্তু জোর করে কেন মানুষকে ঘরে আটকে রাখবে। কেউ বাড়ির বাইরে বেরোলে কেন গ্রেফতার করা হবে। এটা ফ্যাসিস্ট সিদ্ধান্ত। এটা গণতন্ত্র নয়। মানুষকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here