ডেস্ক: কাঠুয়া গণধর্ষণ মামলায় নিহত ছোট্ট আসিফার জন্য একদিকে যখন গোটা দেশের চোখের জল ঝরছে, তখন এই একই বিষয় নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করে চাকরি খোয়াতে হল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এক কর্মীকে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অবিবেচিত মন্তব্য যে এভাবে করা যাবেনা এও সাফ জানিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে।
নৃশংসতম এই ঘটনায় সাম্প্রদায়িকতার রঙ ঢেলে সোশ্যাল মিডিয়ায় এর সমর্থন করার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অ্যাসিসটেন্ট ম্যানেজার বিষ্ণু নন্দকুমারকে। ৮ বছরের আসিফা নিয়ে টুইটারে বিষ্ণু লেখে, ‘ওকে এই বয়সে মেরে দিয়েই ভাল করেছে। নাহলে পরে ও ভারতের বিরুদ্ধে বোমা বানাতে পারত।’ সংশ্লিষ্ট কোচির ব্যাঙ্কের মুখপাত্র জানান, ‘এই ধরণের দুঃখজনক ঘটনার পর একজন ব্যাঙ্ক কর্মীর পক্ষ থেকে এরম মন্তব্য হতাশাজনক। তাই ওকে চাকরি ঠেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে।’