kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: বিশ্বের করোনা থাবা থেকে বাদ যাননি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাবড় ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম যার শরীরে ভাইরাসের হদিশ মিলেছিল। প্রায় ১০ দিন আগে এই সংক্রমণ এর ঘটনা ঘটে, তারপর থেকেই তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু এখন তাঁকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হলেন ডাক্তাররা।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবর জানানো হয়েছে যে, বাড়িতে আইসোলেশন এ থাকাকালীন প্রশাসনিক সমস্ত কাজ করে গিয়েছেন জনশন। কিন্তু এখন তার শারীরিক অসুস্থতা আরও বেড়ে গিয়েছে। কিছুদিন আগে একটি ভিডিও বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি সুস্থ রয়েছেন কিন্তু তাঁর জ্বর রয়েছে। তবে সেই ভিডিওবার্তার কিছুদিন পরেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হল।

উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী, ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪৭,০০০, মৃত্যু হয়েছে ৪,৯৩৪! সম্প্রতি ব্রিটেনে কোন আক্রান্ত হয়েছিলেন মন্ত্রিসভার এক সদস্য এর ঠিক পরেই রাজপরিবারের ঘরের ভেতর ঢুকে পরে করোনা আক্রান্ত হন প্রিন্স চার্লস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here