ডেস্ক: প্রিমিয়ার লিগের ম্যাচে বর্নমাউথকে হারাল আর্সেনাল। খেলার ফলাফল ২-১। আর্সেনালের হয়ে গোল করেন জেফারসন (আত্মঘাতী) ও অমাবেয়াং। বর্নমাউথের হয়ে একমাত্র গোলটি করেন জোসুয়া কিং।
এদিন অ্যাওয়ে ম্যাচে কিছুটা রক্ষনাত্মক ৫-৪-১ ছকে দল সাজিয়েছিলেন আর্সেনাল কোচ ইউনাই এমেরি। আপফ্রন্টে একা অমাবেয়াং। পাল্টা ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন বর্নমাউথ কোচ এডি হাউয়ে।
রক্ষণাত্মক ছকে দল সাজালেও মাঠে বেশ আক্রমণের ঝাঁজ ছিল গানার্সদের। যদিও ম্যাচের প্রথম পনেরো মিনিট আক্রমণের ঝড় তোলে বর্নমাউথ। ম্যাচের সপ্তম মিনিটে গোলও করে ফেলেছিল হোম সাইড। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপরের ৭৫ মিনিট শুধুই গানার্স শো। ৩০ মিনিটে বর্নমাউথের জেফারসন লের্মারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় গানার্সরা। আর্সেনালের কোলাসিনাকের মাইনাস পাস ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন তিনি। যদিও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচে সমতা ফেরায় বর্নমাউথ। ব্রুকসের পাস থেকে নিখুঁত প্লেসিংয়ে বল আর্সেনাল জালে জড়ান জোসুয়া কিং। দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ আরও বাড়ায় গানার্স। তারই ফলস্বরূপ ৬৭ মিনিটে অমাবেয়াংয়ের গোল। কোলাসিনাকের পাস থেকে গোল করেন আর্সেনাল স্ট্রাইকার। এরপর ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করলেও হার বাঁচাতে পারেনি বর্নমাউথ। এদিনের জয়ের ফলে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৫ নম্বরে রইল আর্সেনাল।