Home Latest News এবার সাংবাদিকদের সুরক্ষা দিতে গঠিত হল সংগঠন

এবার সাংবাদিকদের সুরক্ষা দিতে গঠিত হল সংগঠন

0
এবার সাংবাদিকদের সুরক্ষা দিতে গঠিত হল সংগঠন
Parul

ডেস্ক: এরাজ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে৷ খবর সংগ্রহ করতে গিয়ে নিগৃহীত হতে হয় অনেক সাংবাদিককেই৷ এবার সাংবাদিকদের সুরক্ষার জন্য তৈরি করা হল একটি সংগঠন৷ উত্তরবঙ্গের সমস্ত সাংবাদিক ও সংবাদ কর্মীদের এক ছাতার তলায় আনতে গঠিত হল ‘কনফেডারেশন অফ নর্থ বেঙ্গল এন্ড সিকিম জার্নালিস্টস’।

রবিবার উত্তরবঙ্গের সমস্ত সাংবাদিক ক্লাবের প্রতিনিধিদের নিয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়৷ জানানো হয়, এই মুহূর্তে উত্তরবঙ্গের ১০ টি ক্লাবকে এই সংগঠনের আওতায় আনা হয়েছে। মূলত সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলি নিশ্চিত করতেই এই ব্যবস্থা৷ উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রতিটি ক্লাব থেকে ২ জন করে প্রতিনিধি এই সংগঠনে যুক্ত থাকবে। আপাতত নবনির্মিত এই সংগঠনের আহ্বায়ক এবং সহ আহ্বায়ক পদে বসানো হয়েছে যথাক্রমে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী ও সিকিম প্রেস ক্লাবের প্রতিনিধি সমীর সুব্বাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here