kolkata bengali news

নিজস্ব প্রতিবেদক, নরেন্দ্রপুর: সেই স্কুল জীবন থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। ঠিক ছিল দুজনেই প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে। তা আর হল না। হঠাৎ করেই প্রেমিকা না করে দেয় বিয়েতে। এরপরেই বিয়ের দাবি নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসে প্রেমিক। বৃষ্টিতে ভিজে অসুস্থও হয়ে পড়ে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন সংলগ্ন গোড়াগাছা এলাকায়।

প্রেমিক জানিয়েছে, প্রেমিকা বিয়েতে রাজি না হলে সে আবার ধর্ণায় বসবে। প্রেমিকের নাম বাবু মণ্ডল। প্রতিবেশী যুবতী দেবযানী মন্ডলের সাথে টানা বারো বছর প্রেমের সম্পর্ক বাবুর। যদিও প্রথম থেকেই এই সম্পর্কে আপত্তি ছিল মেয়ের পরিবারের৷ মেয়েটি বর্তমানে একটি নামী গয়না বিপনীতে কর্মরত৷ সম্প্রতি বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় সম্পর্কে অবনতি হয়৷ দেবযানী জানিয়ে দেয় যে তার পক্ষে বাবুকে বিয়ে করা সম্ভব নয়৷ তারপরেই মেয়ের বাড়ির সামনে ধর্ণায় বসেছিল বাবু৷ একটানা ধর্ণার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয়৷ এই ঘটনায় অবশ্য প্রকাশ্যে কিছু বলতে রাজি নয় প্রেমিকা ও তার পরিবার৷ তবে তাঁরা জানিয়েছেন, পুরো বিষয়টিই পুলিশকে জানানো হয়েছে। এভাবে বাড়ির সামনে মেয়েটির ছবি সাঁটিয়ে ধর্ণায় বসায় পরিবারের সম্মানহানি হয়েছে।

মহানগরকে দেওয়া একান্ত সাক্ষাতকারে বিস্ফোরক নারদাকর্তা ম্যাথু স্যামুয়েল:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here