নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া: মৃত্যু হল ঝালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মধুসূদন কয়ালের৷ ৭৫ বছর বয়সে শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয় তাঁর৷ বেশ কয়েকদিন থেকে তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। দীর্ঘদিন ঝালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার নির্বাচিত হয়ে আসছেন। চারবার ঝালদা পুরসভার চেয়ারম্যানের আসনে বসেন। পাঁচবারের কাউন্সিলার ছিলেন। মৃত্যুর শেষদিন পর্যন্ত তিনি ঝালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন।
১৯৯০, ৯৪, ৯৫, ২০০৫, এবং সর্বশেষ ২০১৬ সাল পর্যন্ত তিনি কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে ঝালদা পুরসভার চেয়ারম্যানের আসনে বসেন। বরাবরই তিনি কংগ্রেস থেকে জয়লাভ করে এসেছেন। মাঝে ২০১১/১২সালে একবার তৃণমূল কংগ্রেসে গেলেও আবার ফিরে আসেন। ঝালদা শহরে পৌড় খাওয়া রাজনৈতিক ব্যাক্তির নাম ছিল মধুসুদন কয়াল। রাজনৈতিক জীবনের মাঝে একবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও নির্বাচনে দাঁড়াননি। তার পুরনো দল সেই কংগ্রেসে ফিরে এসে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জয়লাভ করে দেখিয়ে দিয়েছেন কংগ্রেস তাঁর ধ্যান জ্ঞান। মঙ্গলবার সকাল থেকেই সব অতীত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ঝালদায়। মৃত্যুর খবর আসতেই ঝালদা পুরসভা ছুটি ঘোষণা করে দেওয়া হয়।