ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বেজে গিয়েছে রণডঙ্কা। একইসঙ্গে অব্যাহত রয়েছে দলবদলের ঘটনাও। কংগ্রেস, বিজেপি ছেড়ে একে একে তৃণমূলে যোগ দিচ্ছেন বিরোধী নেতারা। সেই তালিকায় এবার বাদ গেল না সিপিএমও। বর্ধমানের পান্ডবেশ্বরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক মদন বাউরি।
বুধবার সকালে মদন বাউরির হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও স্থানীয় জেলা সভাপতি ভি শিবদাসন দাশু। শুরু সিপিএম নয়, একইসঙ্গে ওই দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি নেতা উমেশ মিশ্র এবং মানবাধিকার সংগঠনের কর্মী বুম্বা মুখোপাধ্যায়। গতকালের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি ববিতা দাস ও জেলা তৃণমূলের কর্মাধ্যক্ষ নরেন চক্রবর্তী ও অন্যান্যরা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিরোধী শিবির ছেড়ে একে একে তৃণমূলে যোগ দিয়েছেন বিরোধী নেতারা। সেই তালিকায় রয়েছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শাওনি সিংহ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কংগ্রেস বিধায়ক গৌতম দাস। উত্তর চব্বিশ পরগণার বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বরের মতো নেতারা। তবে এখনও পর্যন্ত সেভাবে শুধু কংগ্রেস নেতাদেরই দেখা গিয়েছে দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে। সেই তালিকায় এবার যুক্ত হল সিপিএমের প্রাক্তন বিধায়ক মদন বাউরি, ও বিজেপির উমেশ মিশ্রর মতো নেতাদের।