ডেস্ক: ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। আজ সকাল ৯টা ১৫ মিনিটে মিন্টো পার্কের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের বাম শিবিরে।
একটা সময়ে দীর্ঘ ১০ বছর পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি। তার আগে দেশের দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদও ছিল তাঁর দখলে। প্রথমে ১৯৭০-৭২ সাল পর্যন্ত অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অশোকবাবু। এরপর ১৯৭৭-৮৭ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি। এরপর ১৯৯০ সালে রাজ্যসভার সাংসদও হন অশোক মিত্র। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।