ডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল আইআইটির এক প্রাক্তনীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল আইআইটির এক প্রাক্তনীকে। রাহুল কুমার ত্রিপাঠী নামে ওই যুবককে বোকারো থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, আদতে বোকারোর বাসিন্দা বর্তমানে নিউ টাউনের একটি সংস্থায় কর্মরতা ওই তরুণীর অভিযোগ, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই সূত্রে অভিযুক্ত যুবক তাঁর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তুলে রাখে। ২০১৫ সালে নভেম্বর মাসে সম্পর্কে ইতি টানার পর থেকে ব্ল্যাকমেল করতে থাকে সে। ইন্টারনেটে ওই ছবি ও ভিডিও আপলোড করার ভয় দেখিয়ে দিনের পর দিন তার সঙ্গে সহবাসে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। পুরো ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে আইআইটি রুড়কির প্রাক্তন ওই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও তরুণীর বিভিন্ন পরীক্ষার শংসাপত্র উদ্ধার হয়েছে।