নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: রেলওয়ে প্রটেকশন পুলিশ ফোর্স পরীক্ষায় নিজে না গিয়ে অন্য একজনকে পরীক্ষা দিতে পাঠিয়ে গ্রেফতার এক৷ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ গ্রেফতার করে ওই চাকুরীপ্রার্থীকে৷
শুক্রবার ছিল রেলওয়ে প্রটেকশন পুলিশ ফোর্সের পরীক্ষা। শিলিগুড়ির এনজেপি এলাকায় আরপিএফ-এর কার্যালয়েই চলছিল পরীক্ষা। সেই সময় এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় আরপিএফ-এর কর্তব্যরত আধিকারিকের। সেই সময়ে ওই পরীক্ষার্থীর সচিত্র পরিচয় পত্র দেখতে চান কর্তব্যরত আধিকারিক। তখনই রহস্যের সমাধান হয়। দেখা যায় নিতেশ কুমারের হয়ে পরীক্ষা দিতে এসেছেন অখিলেশ কুমার মণ্ডল। তৎক্ষণাৎ রেলের আধিকারিকেরা খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানায়। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ এসে আটক করে ওই চাকুরীপ্রার্থীকে৷
এনজিপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অখিলেশ কুমার মণ্ডলের বাড়ি ঝাড়খন্ডে। অখিলেশ আসল পরীক্ষার্থী নয়, সে নিতেশ কুমারের জায়গায় পরীক্ষা দিতে এসেছিল। নিতেশ কুমারের বাড়ি মুজাফফরপুরে৷ এনজেপি থানার পুলিশ আখিলেশ কুমার মণ্ডলকে গ্রেফতার করে নিতেশ কুমারের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। শনিবার অখিলেশ কুমার মণ্ডলকে পাঠানো হয় জলপাইগুড়ি আদালতে।