kolkata news

 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়িতে ডিমের কারি রান্না করতে গিয়ে গরম কড়াতেই বিকট শব্দে ফেটে গেল ডিম! ডিম ফেটে গরম তেল ছিটকে এসে হাত ঝলসে গেল এক ব্যক্তির। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার চারাবাগান এলাকার ঠাকুর রামকৃষ্ণ লেনে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তি বলেন, আজ সকালে বাড়িতে ডিমের কারি বানানোর জন্য তিনি পাড়ার একটি দোকান থেকে চারটি ডিম কিনে এনেছিলেন।

সেই ডিমগুলি সিদ্ধ করার পর কড়ায় গরম তেলে দিয়ে ভাজার সময় আচমকাই একটি ডিম সশব্দে ফেটে যায়। ডিমের টুকরো ছিটকে পড়ে চারদিকে। কড়াইয়ের গরম তেল ছিটকে লাগে সারা গায়ে। ফেটে যাওয়া ডিমের টুকরো তুলে দেখা যায়, সেটি নকল এবং প্লাস্টিকের তৈরি।

বিশ্বজিৎবাবু বলেন, এই ঘটনা আজ আমার বাড়িতে ঘটল। কাল অন্য কারও বাড়িতেও ঘটতে পারে। নকল জিনিস বিক্রি আটকাতে প্রশাসনের অবিলম্বে নজর রাখা উচিত। এখন করোনা অতিমারির সময় বাড়িতে কোনও বিপদ ঘটে গেলে চিকিৎসা করাতে সমস্যায় পড়তে হবে। আমরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছি। এদিকে, স্থানীয় চ্যাটার্জিহাট থানা জানিয়েছে অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here