ডেস্ক: জাল আধারের শিকার অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। সূত্রের খবর, জাল আধার কার্ড বানিয়ে অভিনেত্রী উর্বশী রাউতেলার নামে পাঁচতারা হোটেলে ভাড়া করে থাকছিলেন জনৈক এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। এক অনুষ্ঠানে গিয়ে বান্দ্রা শহরে হোটেলে ওঠেন ঊর্বশী। কিন্তু তখনই হোটেলে একটি ঘর নাকি তাঁর নামে বুক আছে বলে জানান ওই হোটেলের এক কর্মী। এর পরে আকাশ থেকে পড়েন তিনি।
সঙ্গে সঙ্গে তাঁর সচিবকে তিনি জিজ্ঞাসা করেন এরকম কিছু হয়েছি কী? কিন্তু তাঁর সচিব না বলাতে তখনই ঊর্বশী ওই ঘর বুক করা নিয়ে ব্যক্তির কাগজপত্র দেখতে চান। তখনই ধরা পড়ে জাল আধার কার্ড। তারপরই থানায় অভিযোগ জানান তিনি। এরপর পুলিশ জানতে পারে অনলাইনে বুক করা হয়েছে ঘরটি। কিন্তু কে করেছেন তা জানা যায়নি এখনও। আপাতত ঊর্বশীর লোক ঠেকানো ও জালিয়াতি মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে।