Home Featured গ্রেফতারির পর হাওড়ায় নিয়ে আসা হলো জাল সিবিআই অফিসার শুভদীপ ব্যানার্জীকে

গ্রেফতারির পর হাওড়ায় নিয়ে আসা হলো জাল সিবিআই অফিসার শুভদীপ ব্যানার্জীকে

0
গ্রেফতারির পর হাওড়ায় নিয়ে আসা হলো জাল সিবিআই অফিসার শুভদীপ ব্যানার্জীকে
Parul

মহানগর ডেস্ক: রবিবার রাতে দিল্লীর চাণক্যপুরির এক পাঁচতারা হোটেল থেকে ভুয়া সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দোপাধ্যায়কে গ্রেফতার করে রাজ্য পুলিশ। আজ তাকে দিল্লী থেকে হাওড়ায় নিয়ে আসা হয়। ধৃতকে তিনদিনের ট্রানজিট রিমান্ড দিয়েছিল পাটিয়ালা হাউস কোর্ট। আজ তাকে হাওড়া আদালতে তোলা হবে।

নিজেকে মিথ্যা সিবিআই পরিচয় দিয়ে কয়েক লক্ষ টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে আত্মসাৎ করে শুভদীপ। সিবিআই দপ্তর কেন্দ্রের আওতাভুক্ত। নিজের জালিয়াতিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলতে দিল্লীর নর্থ ব্লকের সিবিআই অফিসের বাইরে ছবিও তুলেছিল সে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ডিভোর্সের কেস রুজু করেছে তার স্ত্রী।

রাজ্যে দেবাঞ্জন ও সনাতনের মতো জালি অফিসারের বিরাট প্রতারণার জাল ফাঁস হওয়ার পরে গ্রেফতার হওয়া অন্যতম প্রতারক হলো এই শুভদীপ। গতকাল তার কৃতকর্মের জন্য বিতশ্রদ্ধ ও ক্ষুব্ধ মা সংবাদ মাধ্যমের সামনে তার ফাঁসি চেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here