নিজস্ব প্রতিবেদক, মালদা: প্রাথমিক শিক্ষকের চাকুরী দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো মালদা জেলার গাজোল থানার পুলিশ। এক চাকুরী প্রার্থীর অভিযোগের ভিত্তিতে শেখ মোমেন নামে ওই ব্যাক্তিকে পুলিশ গাজোলের কদুবাড়ি মোড় থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি দক্ষিন চব্বিশ পরগনার বাটানগরে। ধৃতের বিরুদ্ধে মালদার গাজোল এলাকায় প্রাথমিক শিক্ষকের চাকুরী দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। আজ সে আবার মালদার গাজোল এলাকায় টাকা সংগ্রহ করতে এসেছিল। সেই সময় উত্তম মন্ডল নামে এক চাকুরী প্রার্থীর অভিযোগের ভিত্তিতে গাজোল থানার পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় স্থানীয় আরো কয়েকজন যুক্ত বলে পুলিশের সন্দেহ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।