নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: চিকিৎসায় গাফিলাতির অভিযোগ তুলে বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখাল রোগীর আত্মীয়রা বৃহস্পতিবার দুপুরে ওই নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। বিক্ষোভকারীদের দাবি দু মাস আগে শ্বাসকষ্টজনীত সমস্যা নিয়ে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় ব্যাঙ্কের গ্রুপ ডি কর্মী হারাধন দত্ত।
ভর্তি থাকার সময় তার হাতে ভুলভাবে স্যালাইনের চ্যানেল করা হয়। সেই স্যালাইনের চ্যানেল থেকে রোগীর হাতে ছড়িয়ে পড়ে সংক্রমণ। পরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও তার অসুস্থতা ক্রমশ বাড়তে থাকে। বর্তমানে ওই রোগীকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই ভুল চিকিৎসার শাস্তির দাবিতে এদিন নার্সিংহোমে বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। পরে বাঁকুড়া সদর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নার্সিংহোমে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । নার্সিং হোম কর্তৃপক্ষ ভুল চিকিৎসার অভিযোগ অস্বিকার করেছে ।