kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: আলিগড়ে চিকিত্সা করাতে এসে গণপিটুনি শিকার হল এক মুসলিম পরিবার৷ কনৌজ থেকে চিকিতসা করাতে এসেছিল ওই পরিবার৷ তবে আলিগড় স্টেশনে নামতেই কমপক্ষে ২৫ জনের দল চড়াও হয় তাদের ওপর৷ এলোপাথারি মারধর করতে শুরু করে তাদের৷ ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয়৷

জানা গিয়েছে, কনৌজ থেকে আলিগড় চিকিত্সা করাতে এসেছিল ওই মুসলিম পরিবার৷ পরিবারের অভিযোগ তারা ট্রেন থেকে নামার পরেই তাদের ওপর চড়াও হয় পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল৷ কোনও কথা না শুনেই এলোপাথারি মারধর করতে থাকে তাদের৷ কারণ না বুঝতে পেরে হতভম্ব হয়ে যায় ওই পরিবার৷ তাদের দাবি, লোকগুলির গলায় গামছা জড়়ানো ছিল এবং গলায় কোনও সংগঠনের আইডি কার্ড ছিল৷ গুরুতর আহত ওই পরিবারকে জেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ চিকিত্সকেরা জানিয়েছেন, পরিবারের অবস্থা বেশ আশঙ্কাজনক৷

ঘটনায় রেল পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে৷ খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে৷ এদিকে আহত পরিবারের অভিযোগ যেসময় তাদের মারধর করা হচ্ছিল সেসময় স্টেশনে থাকা পুলিশ কর্মীরা তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি৷ এমনকি পরিবারের বিস্ফোরক দাবি, গোটা ঘটনারই নাকি ফোনে ভিডিও করছিল পুলিশ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদে নেমেছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ তাদের অভিযোগ, ওই পরিবার মুসলিম ছিল বলেই এভাবে টার্গেট করা হয়েছিল তাদের৷ এএমইউয়ের ছাত্র সংগঠনের সভাপতি বলেন, আজ এই ঘটনা আলিগড়ে ঘটেছে, কাল এই ধরণের ঘটনাতেই জ্বলবে গোটা দেশ৷ দেশের কিছু মানুষ হিটলারের পথ অনুসরণ করে চলছে৷ তিনি আরও বলেন, দেশে গণপিটুনির আতঙ্ক ছড়াচ্ছে, তার অনুরোধ কোনও মানুষ যাতে দোষীদের সমর্থন না করেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here