ডেস্ক: কিছুদিন আগেই অভিনেতাদের কাটআউটে দুধ দিতে গিয়ে দক্ষিণে আহত হন বেশ কিছু যুবক। যার জন্য দক্ষিণের বিভিন্ন অভিনেতা তাঁদের ফ্যানেদের বারণ করে দিয়েছেন এই কাজ না করতে। কিন্তু সেটা শুধুমাত্র বক্তব্যের নিরিখেই রয়ে গিয়েছে। দু’দিন আগেও এক টি সিনেমাতে অভিনেতার পোষ্টারে দুধ দিয়ে স্নান করাতে দেখা গিয়েছে। সেই ঘটনা নিয়ে এবার নতুন বিতর্ক মাথা চাড়া দিয়েছে। সূত্রের খবর, প্যাকেটজাত দুধের ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার জন্য তাঁদের দোকানের সামনে রাখা দুধের প্যাকেট চুরি করে ওই ভক্তরা। যার জন্য তাঁদের বিপুল অঙ্কের টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
এই মর্মে পুলিশের দ্বারস্থ হয়েছেন দুধ মালিকদের একাংশ। তাঁরা তিনটি দাবি জানিয়েছেন, প্রথমত যেন এই প্রথাটি বন্ধ হয়। দ্বিতীয়, দুধ যাতে এইভাবে না নষ্ট হয় এবং তাঁদের দোকানের বাইরে থাকা দুধের আউটলেটে যেন সিনেমা মুক্তির সময় পুলিশ পাহারা দেয়। তামিলনাড়ু মিল্ক ডিলার্স অ্যাসোসিয়েশন এই মর্মে রজনীকান্ত ও অজিতকে চিঠিও দিয়েছেন বলে জানা গিয়েছে। যাতে তাঁরা তাঁদের ফ্যানেদের বারণ করেন এই কাজ করতে। যদিও তামিলনাড়ু পুলিশ জানিয়েছে,”এটা তাঁদের পক্ষে নিয়ন্ত্রন করা অসম্ভব। যদি দোকানের ভিতর থেকে চুড়ি হত তাহলে তাঁরা কিছু করতেন। কিন্তু দোকানের বাইরে তাঁদের পক্ষে প্রহড়া দেওয়া অসম্ভব। এটি মানুষের নিজের সচেতনতার ব্যাপার।” এই ঘটনা নিয়ে কিছুদিন আগে কমল হাসানও সরব হয়েছিলেন। কিন্তু ফ্যানেদের আটকাতে কেউ পারেননি। এখন এটাই দেখার অভিনেতাদের প্রচেষ্টাতে তাঁর ফ্যানেদের কি পরিবর্তন হয়।