নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর: মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে নির্মমভাবে খুন হতে হল বাবাকে৷ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চা বাগান এলাকায় মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাচাখালি এলাকায় মৃত ভাদু বারিকের ছেলে বারাক মানসিক রোগে আক্রান্ত ছিল৷ তাকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথাও চলছিল৷
কিন্তু পেরে ওঠেন নি ভাদু বারিক৷আর্থিক স্বচ্ছলতা না থাকায় বাইরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না৷ কিন্তু তার আগেই সব শেষ৷ সাত সকালে যখন চা বাগানের রাস্তা দিয়ে হাঁটছিলেন ভাদু বারিক, ঠিক সেই সময় পেছন থেকে অতর্কিতভাবে বাবাকে আঘাত করে বারাক৷ ব্যাটের আঘাতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান ভাদু বারিক৷
ঘটনার পরই এলাকার মানুষ বারাককে বেঁধে পুলিশের হাতে তুলে দেন। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে নিয়ে যায়।