centrak-force-chaising-tmc

মহানগর ওয়েবডেস্ক: বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই চলছে শেষ দফার ভোটগ্রহণ। একের পর এক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি৷ কোথাও ভেঙে দেওয়া হয়েছে শাসকদলের ক্যাম্প অফিস তো কোথাও শাসকদলের হাতে আক্রান্ত হয়েছে বিজেপি৷ ভোটের দিন সাত সকালে মথুরাপুরে নকুলদানা বিলি করার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে৷ ষষ্ঠ নির্বাচনেও মুড়ি ঘুঘনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চিত্র দেখা গিয়েছিল৷ মুড়ি ঘুঘনি বা নকুলদানা নয়, এবার সোজা মাংস  ভাত৷

বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিউটাউনের ২০১, ২০২ নম্বর বুথের ২০০ মিটারের মধ্যেই মাংস-ভাতের দেদার আয়োজন করা হয়। তবে এবার ভোটারদের জন্য নয়, কাজের ফাঁকে সেই স্থানে এসে মাংস চেখেও দেখলেন দলীয় কর্মীরা।

এরপরেই এই ঘটনা চোখে পড়তেই টহলরত কেন্দ্রীয় বাহিনী এসে খোঁজ নিতেই স্থানীয় যুবক এবং বাড়ির লোকেরা জানায় সেখানে অন্নপ্রাশনের রান্না হচ্ছে। সন্দেহ হতেই কার অন্নপ্রাশন সেই বাচ্চাকে দেখতে চায় নাছোর কেন্দ্রীয় বাহিনী। এরপরেই জমায়েত হটাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। যদিও গোটা ঘটনায় ভোটে কোনও সমস্যা হয়নি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here