cesc news

মহানগর ওয়েবডেস্ক: লকডাউন পরিস্থিতির জেরে ঘরবন্দি দেশের মানুষ। এরই মাঝে বড়সড় দুর্ভোগ ঘনিয়ে এল শহর কলকাতায়। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসির একটি সাব স্টেশনে আগুন লাগার জেরে বিদ্যুৎহীন হয়ে গেল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে আগুন লাগা ওই সাব স্টেশনে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন।

শুক্রবার সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতায় সিএসসির একটি সাব-স্টেশনে। জানা যাচ্ছে, বৈদ্যুতিক সমস্যার জেরে আগুন লেগেছে ওই অফিসে। ঘটনার পরপরই খবর দেওয়া হয় দমকলে । প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পরিস্থিতি স্বাভাবিক হলেও সমস্যা এখন অন্য জায়গায়। নতুন করে সাবস্টেশনের কাজ শুরু করে ফের বিদ্যুতের লাইন চালু করতে দীর্ঘ সময় লেগে যাবে বলে মনে করছেন আধিকারিকরা।

এদিকে করোনা পরিস্থিতিতে লকডাউন এর জেরে বেশিরভাগ কর্মী এখন ছুটিতে রয়েছেন। যার ফলে এই দুর্ঘটনায় সামাল দিতে কর্মী সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সিএসসির। যদিও বাসিন্দাদের আশ্বস্ত করে সিইএসসি তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই গোটা পরিস্থিতি সামলে ফের চালু করে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here