নিজস্ব প্রতিবেদক, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার সদর মহকুমার মধ্যমগ্রামে একটি বিয়ে বাড়িতে আচমকাই বন্দুক থেকে গুলি ছিটকে জখম হলেন এক আমন্ত্রিত। জখম ওই গুলিবিদ্ধ যুবকের নাম সোনু সিং। বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়ির উৎসব অনুষ্ঠানের মধ্যে এই ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের তন্দ্রা গার্ডেন অনুষ্ঠান বাড়িতে। মধ্যমগ্রাম থানার পুলিশ বিয়ে বাড়িতে গুলি চালানোর অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ছয় দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। ধৃতদের নাম রাজু সিং এবং রবি সিং। বিয়ে বাড়ির ক্যামেরাম্যানের থেকে ফুটেজ সংগ্রহ করে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা দুজনেই কনে পক্ষের আমন্ত্রিত বলে জানা গেছে। এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, ধৃতরা পুলিশের কাছে অবৈধ বন্দুক দিয়ে গুলি চালানোর কথা স্বীকার করেছে। জখম সনু সিংকে বারাসাতের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃত দুজনকে পুলিশ ৬ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আনন্দ করতে করতে অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে।