ডেস্ক: এই প্রথম দুটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ হিমজিলি এবং বিজেপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি৷ সোমবার এই দুই কেন্দ্রের নাম ঘোষণার পাশাপাশি ৫৪ বিধানসভা কেন্দ্র ও ৯ লোকসভা কেন্দ্রের প্রার্থীতালিকা প্রকাশ করেন নবীন৷ কংগ্রেসকে হারিয়ে সেই ২০০০ সাল থেকে হিমজিলি কেন্দ্র নবীন নিজের দখলে রেখেছেন৷ উল্লেখ্য, আস্কা লোকসভার মধ্যে পড়ে হিমজিলি৷ নবীনের বাবা তথা ওড়িশার প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব বিজু পট্টনায়েকের শক্ত ঘাঁটি ছিল আস্কা৷ অন্যদিকে, বিজেপুর বিধানসভা কেন্দ্রটি পশ্চিম ওড়িশার বারগড় লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে৷
পাঁচটি লোকসভা কেন্দ্র ও ৩৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে পশ্চিম ওড়িশায়৷ এই কেন্দ্রগুলিতে বিজেপির শক্তি ক্রমাগত বাড়ছে৷ যার ফলে পশ্চিম ওড়িশার দিকে নজর রয়েছে বিজেডির৷ রবিবার দলীয় নেতা-কর্মীদের পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে সিরিয়াস থাকার জন্য আবেদন জানিয়েছেন নবীন৷ উল্লেখ্য, বিজেপুরের কংগ্রেস বিধায়ক সুবল সাহুর মৃত্যুর পর উপনির্বাচনে নবীনের দল বিজেডি সেখানে সুবলের স্ত্রী রীতা সাহুকে প্রার্থী করে৷ জয়ী হয় রীতা সাহু৷
সাধারণ নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন হবে ওড়িশায়৷ এ রাজ্যে চারদফায় নির্বাচন হবে৷ ১১, ১৮, ২৩ এবং ২৯ এপ্রিল৷ রাজ্যের ২১ লোকসভা কেন্দ্র ও ১৪৭ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দলই৷ এদিন প্রথম দুদফার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেডি৷ ৯ লোকসভা কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি জানান, কোরাপুট কেন্দ্রে কৌশল্যা হিকাকা, কন্ধমালে অচ্যুত সামন্ত, বারহামপুরে চন্দ্রশেখর সাহু, কালাহান্ডিতে পুস্পেন্দু সিংদেও, নবরংপুরে রমেশ চন্দ্র মাঝি, বারগড়ে প্রশান্ত আচার্য, সুন্দরগড়ে সুনীতা বিসোয়াল, আস্কায় প্রমিলা বিসোই এবং বোলাঙ্গিরে নারায়ণ সিংদেও প্রতিদ্বিন্দ্বতা করবেন৷