kolkata news
Highlights

  • তিরিশটি খরগোশ উদ্ধার হল
  • বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ বাঁকুড়ার সোনামুখীর কুশডিহি জঙ্গল থেকে ওই খরগোশগুলি উদ্ধার করে নিয়ে আসে বনদফতর
  • উদ্ধার হওয়া খরগোশগুলি রাখা হয় সোনামুখী ফরেস্ট রেঞ্জ অফিসে


নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:
তিরিশটি খরগোশ উদ্ধার হল। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ বাঁকুড়ার সোনামুখীর কুশডিহি জঙ্গল থেকে ওই খরগোশগুলি উদ্ধার করে নিয়ে আসে বনদফতর। বনদফতর সূত্রে জানা যায়, এদিন সোনামুখী কলেজের এক অধ্যাপকের কাছ থেকে এবিষয়ে খবর পান বনকর্মীরা। সেই খবরের ভিত্তিতে সেখানে হানা দেন বনকর্মীরা। সেখান থেকে প্রায় ৩০টির মতো খরগোশকে উদ্ধার করে নিয়ে আসেন বনকর্মীরা। উদ্ধার হওয়া খরগোশগুলি রাখা হয় সোনামুখী ফরেস্ট রেঞ্জ অফিসে।

সোনামুখীর বনাধিকারিক দয়াল চক্রবর্তী জানান, খবর পেয়ে দ্রুততার সঙ্গে ওই খরগোশগুলি উদ্ধার করে আনা হয়েছে। খরগোশগুলি যদি কোনও ভাবে সেখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসত, সেক্ষেত্রে যানবাহনের তলায় চাপা পড়ে মরে যাওয়ার সম্ভাবনা ছিল।

বনদফতরের প্রাথমিক অনুমান, কেউ বা কারা জঙ্গলে খরগোশগুলি ছেড়ে যায়। প্রাথমিক পর্যায়ে ওই খরগোশগুলিকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরে খরগোশগুলির পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বনদফতর। পাশাপাশি, ওই খরগোশগুলিকে সেখানে নিয়ে আসে, তা জানার চেষ্টার পাশাপাশি খরগোশগুলিকে বিক্রির পরিকল্পনা ছিল কিনা, তা জানার চেষ্টা করেছে বনদফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here