নিজস্ব প্রতিনিধি: বাংলায় পরিবর্তনের জন্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ আরামবাগ শহর জুড়ে। এদিন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় পরিবর্তন যাত্রা শুরু হয়। এদিন জেলার পরিবর্তন যাত্রার ট্যাবলো আরামবাগ গৌরহাটি মোড় থেকে শুরু করে দঙ্গল কাপসিট, সালেপুর, গৌরহাটি মোড় হয়ে দৌলতপুরে শেষ হয়। এদিন এই পরিবর্তন যাত্রায় যোগ দেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি-সহ আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। এদিন পরিবর্তন যাত্রা শেষে একটি জনসভা করে বিজেপি।
আরামবাগ দৌলতপুর ফুটবল ময়দানে জনসভাটি হয়। এই জনসভায় হাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আরামবাগ জেলা সাংগঠনিক যুব সভাপতি বিশ্বজিৎ ঘোষ। এদিন এই সভায় বিশ্বজিৎ ঘোষ বলেন, আরামবাগে এখন তৃণমূলের ঝান্ডা বাধার লোক পাচ্ছে না।
পাশাপাশি তিনি আরও বলেন, তৃণমূল বলছে খেলা হবে আর আমরা বলছি খেলার বদলে আমরা চাকরি দেব। লোকসভা ভোটের আগে পতাকা বাধার জায়গা ছিল না লোকের অভাব ছিল না। আর এখন ওদের পতাকা বাধার লোক নেই, জায়গাও নেই।