নিজস্ব প্রতিবেদক, গঙ্গারামপুর: আদালতের নাকের ডগাতেই রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা৷ শেষমেষ মঙ্গলবার গোপন অভিযান চালিয়ে হোটেলে মধুচক্র চালানোর অপরাধে চারজনকে গ্রেফতার করল পুলিশ৷ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকা৷ সেখানেই একটি হোটেলে মধুচক্র চালানোর অপরাধে হোটেলের ম্যানেজার সহ চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বংশীহারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বুনিয়াদপুর কোর্ট সংলগ্ন এক হোটেলে হানা দেয়। হোটেলের ঘর থেকে আপত্তিজনক অবস্থায় এক যুগলকে আটক করা হয়। হোটেলের মালিক, ম্যানেজার ও হোটেলে ধৃত যুগলকে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের কথায় অসঙ্গতি পাওয়ায় চারজনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট ধারায় মামলা শুরু করেছে।
স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, ওই হোটেলটিতে প্রশাসনের নাকের ডগার ওপরে রমরমিয়ে দেহ ব্যাবসা চালিয়ে আসছে কয়েকজন। বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার বলেন, বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকার একটি হোটেলে দেহ ব্যবসা চলছে এরকম খবর পাওয়া মাত্রই পুলিশ নিয়ে হোটেলে হানা দিয়ে ম্যানেজার সহ তিনজনকে গ্রেফতার করা হয়।