national news bengali

মহানগর ওয়েবডেস্ক: দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। ২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতে যে নোংরা খেলাটা শুরুটা হয়েছিল, তার যবনিকা এদিন পতন হল। আইনের চৌকাঠে হাজারটা লড়াই পেরিয়ে অবশেষে আত্মা শান্তি পেল নির্ভয়ার। দিল্লির তিহাড় জেলে আজ সকাল হতেই ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হল দিল্লির নির্ভয়া কাণ্ডের চার প্রাপ্তবয়স্ক অপরাধীকে। মৃত্যুদণ্ড কার্যকর হল মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের। এই মামলায় মোট অপরাধী ৬ জন। বিচার চলাকালীন তিহাড় জেলেই আত্মহত্যা করে এক অপরাধী রাম সিংহ। নাবালক হওয়ায়, তিন বছর হোমে থেকেই সাজার মেয়াদ শেষ করে, ২০১৫ সালে মুক্তি মেলে আর এক অভিযুক্তের। যদিও পুলিশি তদন্তে উঠে এসেছিল, নির্ভয়ায় উপর সেই রাতে সবচেয়ে নির্মম ভাবে অত্যাচার চালিয়েছিল এই নাবালকই। 

 

ফাঁসির পর নির্ভয়ার বাবা ও মা-ই ছিলেন সবচেয়ে উচ্ছসিত। আপামর ভারতীয়দের মধ্যেও আনন্দের ঢেউ বয়ে যায় সকাল থেকেই। নির্ভয়ার বাবা বলেন, এবার অপরাধীদের বুক ভয়ে কাঁপবে এই ধরনের অপরাধ করার সময়। অন্যদিকে নির্ভয়ার মা, ন্যায়ের অপেক্ষায় যিনি সবচেয়ে বেশি অপেক্ষা করেছিলেন তিনিও রীতিমতো ভেঙে পড়েন। সংবাদ মাধ্যমের সামনে বলেন, দেরিতে হলেও ন্যায়বিচার পেয়েছি। এটাই ভালো লাগছে। চার ধর্ষকের ফাঁসির খবর শোনার পরই মেয়ের ছবিটাকে বুকে ধরে হাউহাউ করে কেঁদেছি বলে জানান নির্ভয়ার মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here