kolkata bengali desk fire

মহানগর ওয়েবডেস্ক: মুম্বইয়ের কাছে গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড৷ আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত হয়েছে বেশ কয়েকজন৷ ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

জানা গিয়েছে,মুম্বই থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে উড়ানে এই ওএনজিসি কারখানাটিতে মঙ্গলবার ভোররাতে আগুন লাগে বলে খবর৷ সেইসময়ই কারখানার ভিতরে কাজ করছিলেন ৩ জন শ্রমিক৷ অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত হন তারা৷ তাদের স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আগুন লাগার খবর পেয়ে তড়ঘড়ি উড়ান, নারুল ও পানভেল থেকে দমকল পৌঁছয় ওই কারখানায়৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন এক দমকল কর্তা৷ মঙ্গলবার সকালেই টুইট করে আগুন লাগার খবর জানানো হয় ওএনজিসির তরফে৷ তারা জানান, স্ট্রম ওয়াটার ড্রেনেজ সিস্টেমে আচমকাই আগুন লেগে যায়৷ তবে এর জন্য কোনওভাবে ক্ষতিগ্রস্থ হয়নি কারখানার গ্যাস প্রসেসিং ব্যবস্থা৷

নিরাপত্তার খাতিরে আসেপাশের বাড়ি থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। JNPT বন্দরের কাছে উড়ানে ছিল এই গ্যাস কমপ্লেক্স। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল এবং নবি মুম্বই পুরসভার কর্মীরা। বম্বে হাই ওয়েল ফিল্ডে যে গ্যাস তৈরি হয় তার পুরোটাই প্রসেস হয় উড়ান কমপ্লেক্সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here