kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে হাইজাম্প মারলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। দুই সিরিজেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান ময়ঙ্ক আগ্রওয়ালও। তিনিও টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মেরেছেন।

ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলেন শামি। দ্বিতীয় ইনিংসে আরও বেশি আগুন ঝরান বল হাতে। তাঁর সুইংয়ের খেলতে গিয়ে রীতিমতো পা কেঁপে ওঠে বাংলাদেশের ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানের বিনিময়ে চার উইকেট নেন তিনি। এই পারফর্মেন্সের সুবাদে আট ধাপ ঝাঁপ মেরে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তাঁর নামের পাশে ৭৯০ পয়েন্ট রয়েছে। র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে এটা ভারতীয় বোলারদের নিরিখে তৃতীয় সর্বশ্রেষ্ঠ। কপিল দেব (৮৭৭) এবং জসপ্রীত বুমরাহ (৮৩২) পয়েন্ট পেয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে।

অন্যদিকে সদ্য আটটি টেস্ট ম্যাচ খেলা ময়ঙ্ক আগ্রওয়ালও অনেক ধাপ উঠে এসেছেন। ইন্দোর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ২৪৩ রানের কেরিয়ার সেরা পারফর্মেন্সে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন তিনি। এরপরই সোজা আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১১তম স্থান দখল করে ফেলেছেন তিনি। প্রথম আট টেস্টে ৮৫৮ রান স্কোর করা এই ব্যাটসম্যানের নামের পাশে ৬৯১ পয়েন্ট রয়েছে।

ব্যাটসম্যানদের তালিকায় যেন ভারতীয়রাই একা শাসন করছেন বলা চলে। সেরা ১১ জনের মধ্যে পাঁচজনই ভারতীয়। টপ ১০-এ বিরাট কোহলি (দ্বিতীয়), চেতেশ্বর পূজারা (চতুর্থ), অজিঙ্ক্যা রাহানে (পঞ্চম), রোহিত শর্মা (দশম) রয়েছেন। অন্যদিকে বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও রবিচন্দন অশ্বিন সেরা ১০-এ জায়গা বানিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here