Home Featured সাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি, ২১ তারিখ থেকে বদলাতে পারে আবহাওয়া

সাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি, ২১ তারিখ থেকে বদলাতে পারে আবহাওয়া

0
সাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি, ২১ তারিখ থেকে বদলাতে পারে আবহাওয়া
Parul

মহানগর ডেস্ক: ওড়িশার উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা করছে মৌসম ভবন।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, আগামী ২১ জুলাই নাগাদ নিম্নচাপ তৈরি হতে চলেছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এলাকায় এই নিম্নচাপ তৈরি হ‌বে বলে জানাচ্ছে মৌসুম ভবন। ফলে প্রবল বর্ষণ হতে পারে। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা নিয়ে নিশ্চিত নয়। বৃষ্টিপাত হলেও যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা নিয়ে জল্পনা চলছে। 

বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিংপং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হতে পারে ভারী বৃষ্টি। দক্ষিণের জেলা গুলিতে ভারী বর্ষণ না হলেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

 

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এ পূর্বাভাস আগেই দেওয়া ছিল। শনিবার রাতের আবহাওয়া আপডেটেও তেমন কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে যথারীতি। আজ উত্তরবঙ্গের জারি করা রয়েছে কমলা সংকেত। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সোমবারেও সেখানকার আবহাওয়ার পূর্বাভাস মোটের ওপর একই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here