ডেস্ক: গ্যাস সিলিন্ডার লিক করে উত্তরপ্রদেশে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৮ জন। এদিন ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউ-এর হুসেইনবাদ এলাকায়। ঘটনায় অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। এর মধ্যে বেশকয়েকজন শিশুও রয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার হুসেইনবাদ এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে এই দুর্ঘটনা ঘটে। এরপর গোটা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই গ্যাস। স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্ট শুরু হয়। অসুস্থ অবস্থায় স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করা হয় ১৩ জনকে। জানা গিয়েছে, ওই সিলিন্ডারে অ্যাসিটিলিন গ্যাস ছিল যা শরীরের পক্ষে অত্যন্ত বিপদজনক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রত্যেকেরই প্রাথমিক চিকিৎসা হয়েছে। যাদের অবস্থা অত্যন্ত গুরুতর তাঁদেরও যথোপযুক্ত চিকিৎসা চলছে। কিভাবে ওই বিষাক্ত গ্যাস লিক করল তা খতিয়ে দেখছে পুলিশ।