মহানগর ওয়েবডেস্ক: ‘জিরো’-র পর কার্যত পর্দা থেকে দূরে সরে গিয়েছেন শাহরুখ খান। কবে তিনি সিনেমায় ফিরবেন এর অপেক্ষায় অভিনেতার অগণিত ভক্তরা। তবে হঠাৎই কেন অভিনেতার এমন সিদ্ধান্ত তা জানা যায়নি। তবে এবার শাহরুখকে নিয়ে মুখ খুললেন গৌরি খান। তিনি বলেন, খুব শীঘ্রই অভিনেতা বড়পর্দায় ফিরবেন। কিছু সময় অপেক্ষা করতে হবে। সম্প্রতি এক সাক্ষাতকারে গৌরি জানান, ‘এটা দরকার ছিল। আগের থেকেও বেশি সে এখন পরিবার এবং সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছে। আমি শাহরুখের ওপর পুরোপুরি নির্ভর থাকতে পারি। কারণ, আব্রাহামের দেখভালটা আমার থেকে বেশি ভাল করে। এই ছুটিতে বাচ্চাদেরব সঙ্গে ঘুরতেও গিয়েছিল। তাই শাহরুখের কিছু সময়ের জন্য বিরতি নেওয়াটা আমাদের কাছে লাভবান হয়েছে ।’
তিনি আরও বলেছেন, ‘এর থেকে হয়তো ভাল সময় আর হত না। আমি খুব খুশি যে শাহরুখ বেশিরভাগ সময়টা আমাদের সঙ্গে বাড়িতে বসে কাটাচ্ছে।এবং সে আব্রাহামের দেখভালও করে। ওঁর কাজ দেখে আমি খুশি। যদি আমি কখনও বাড়িতে না থাকি বা কাজের সূত্রে বাইরে যাই, তাহলে আব্রাহামের দেখাশোনার জন্য সে আছে। ওঁর সিদ্ধান্তকে সম্মান জানাতে হয়। তবে এই ছোট বিরতির পরেই খুব শীঘ্রই পর্দায় ফিরতে চলেছে শাহরুখ এটাই বলতে পারি।’
পাশাপাশি বাচ্চাদের বিষয়ও কথা বলেছেন তিনি। স্টারকিডসদের জনপ্রিয়তা এতটাই বেশি যে তাঁদেরকে সবসময়ই পাপারাৎজিদের ক্যামেরার মুখোমুখি হতে হয়। সেই বিষয়ে গৌরি জানান, ‘সুহানা বা আরহানের সঙ্গে হয় না। কারণ দুজনেই বাইরে পড়াশুনো করে। আর তারা যখন বাড়িতে ছুটি কাটাতে আসে তখন এমনটা হয়।’