ডেস্ক: গত মার্চ মাসেই বিজেপিতে যোগ দেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। আর তিনিই হলেন দিল্লির সবথেকে ধনীতম লোকসভা প্রার্থী। তাঁর হলফনামা অনুযায়ী এমনই তথ্য সামনে উঠে এসেছে।
হলফনামা অনুযায়ী, গম্ভীরের বার্ষিক আয় ১২ কোটির বেশি। তিনি পূর্ব দিল্লির লোকসভা আসনে প্রার্থী হয়েছন। তাঁর বিরুদ্ধে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির নেতা আতিশী মার্লেনা। ২০১৭-১৮ অর্থবর্ষে আয়কর রিটার্ন অনুযায়ী গম্ভীরের বার্ষিক আয় ১২.৪০ কোটি টাকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ হল ১৪৭ কোটি টাকা। রাজধানীর ৩৪৯ জন প্রার্থীর মধ্যে সম্পত্তির হিসেবে এক নম্বর স্থানটি দখল করেছেন গৌতম। অন্যদিকে, দিল্লির উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন হংসরাজ হংস। তাঁর মনোনয়নপত্র অনুযায়ী, হংসরাজের বার্ষিক আয় ৯.২৮ লক্ষ টাকা। এছাড়া দক্ষিণ দিল্লির লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী তথা বক্সার বিজেন্দ্র সিং। তাঁর বার্ষিক আয় ৪৫ লক্ষ টাকা। পাশাপাশি তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ হল যথাক্রমে ৩.৫৭ কোটি এবং ৫.৫ কোটি টাকা।
অন্যদিকে, দিল্লির উত্তর-পূর্ব লোকসভা আসনে কংগ্রেসের হয়ে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। মনোনয়নপত্র অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ৪.৯২ কোটি টাকা। ২০১৭-২০১৮ অর্থবর্ষে আয়কর রিটার্ন অনুযায়ী, শীলা দীক্ষিত বছরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স দেন। এছাড়া তাঁর নিজামউদ্দিনে একটি আপার্টমেন্ট রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১.৮৮ কোটি টাকা।