ডেস্ক: ভারতের জিডিপি কমল। গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় ১.১ শতাংশ কমে এবারের জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.১ শতাংশ। গতবছর এই সময় ৮.২ শতাংশে দাঁড়িয়েছিল ভারতীয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বৃদ্ধির হার। জিডিপির এই হার কমে যাওয়া নিয়ে কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদী সরকারের আর্থিক নীতিকে। নোটবন্দিকে বৃহত্তর আর্থিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করে প্রাক্তন অর্থমন্ত্রীর মন্তব্য, মোদীর আমলে জিডিপির বিকাশ সহ অর্থনৈতিক বিষয়গুলি অনেকটা ধাঁধাঁর মত হয়ে দাঁড়িয়েছে। চিদাম্বরমের পাল্টা প্রশ্ন , অর্থনীতির অন্যান্য সব বিষয়ে পিছিয়ে থেকেও কি করে অর্থিক বিকাশের নিরিখে দেশের এগিয়ে যাওয়ার কথা বলতে পারে ভারতীয় জনতা পার্টি ?
তবে ২০১৮র দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধির হার কমলেও , মোদী সরকারের কাছে একটাই স্বস্তির জায়গা হল জিডিপির বৃদ্ধির নিরিখে চিনের চেয়ে এখনও এগিয়ে আছে ভারত। এই এগিয়ে থাকার কারণেই বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির শিরোপা এখনও ধরে রাখতে পেরেছে ভারত। ৬.২ ট্রিলিয়ান ডলারের ভারতীয় অর্থনীতি, জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিকে বৃদ্ধির নিরেখে এশিয়ার তৃতীয় বৃহত্তমের মর্যাদা পেয়েছে।