নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: এক নাবালিকাকে গণধর্ষন করে খুন করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ, দুই যুবক ওই নাবালিকাকে ফোন করে ডেকে একটি বাড়িতে নিয়ে গিয়ে তার সঙ্গে জোরজবরদস্তি করে খুন করে। নাবালিকাকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে মৃতার পরিবার।
পরিবার সুত্রে খবর, সোমবার বিকেল নাগাদ পরিচিত দুই যুবক এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ৯টা নাগাদ তাদের কাছে খবর যায়, ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়েছে। এরপর একটি বাড়িতে গিয়ে শুয়ে থাকা অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে তার পরিবারের লোকেরা। সেই সময় তারা ওই নাবালিকার শরীরের নানান জায়গায় আঘাতের দাগ দেখতে পান। এদিন মৃতার মা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, তার মেয়েকে অত্যাচার করেই খুন করেছে অভিযুক্ত দুই যুবক। মেয়েকে খুঁজে পাওয়ার পর তাকে হাসপাতালে নিয়েও যাবার পথে সে বাঁচার জন্য ছটফট করছিল। এরপর নাবালিকাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয় ওই নাবালিকাকে খুন করা হয়েছে। ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করতে চলেছে মৃতের পরিবার। ওই দুই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।