kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট দলে জায়গা পাননি ঋষভ পন্থ। যদিও বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ফের দলে ফিরেছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। যদিও প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে হোক বা উইকেটের পিছনে গ্লাভস হাতে, কোনও ভূমিকাতেই সফল নন পন্থ। ডিআরএস নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে রোহিতের কাছে বকাও খেয়েছেন। যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কিন্তু এখনও পন্থের পাশেই। তরুণ উইকেটকিপারকে আরও সময় দেওয়ার পরামর্শ দিলেন মহারাজ।

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,

‘ঋষভ অসাধারণ একজন খেলোয়াড়। ওকে আরও সময় দিতে হবে। তাহলেই সব ঠিক হয়ে যাবে। ও একটু ধীরে ধীরে পরিণত হচ্ছে।’

প্রসঙ্গত, দিল্লিতে প্রথম টি২০ ম্যাচে ব্যাট হাতে ২৬ বলে ২৭ রান করেন ঋষভ। এরপর ডিআরএস নিয়েও কিছু ভুল সিদ্ধান্ত নেন। শেষমেশ ভারত বাংলাদেশের কাছে প্রথমবার টি২০ ম্যাচ হারে। এরপর রাজকোটেও লিটন দাসের স্ট্যাম্পিং মিস করেন। যদিও ওই ম্যাচে রোহিতের ক্যারিশমায় ম্যাচটি জিতে নেয় ভারত। অবশ্য ওই ম্যাচে একটি ভাল রান আউটও করেন পন্থ।

আগামী রবিবার নাগপুরে শেষ টি২০ ম্যাচ খেলবে ভারত। এরপর টি২০ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও ১০টি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই সিরিজেও হয়তো ধোনি খেলবেন না। ফলে উইকেটের পিছনে থাকবেন ঋষভই। তাই আরও কিছু সময় পন্থেই ভরসা রাখার পরামর্শ দাদার।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here