golondaz

Highlights

  • প্রকাশ্যে এল ‘গোলন্দাজ’-এর মোশন পোষ্টার
  • ‘গোলন্দাজ’-এর পরিচালক ধ্রুব ব্যানার্জী
  • বাঙালিয়ানার আবেগকে জড়িয়ে রেখে এক ঐতিহাসিক পটভূমিকায় নির্মিত হচ্ছে ‘গোলন্দাজ’

মহানগর ওয়েবডেস্ক: ‘সব খেলার সেরা সেই ফুটবল, ভারতীয়দের প্রথম খেলতে শেখালেন যিনি, এই ক্যাচলাইন দিয়ে প্রকাশ্যে এল ‘গোলন্দাজ’-এর মোশন পোষ্টার। গতকাল প্রকাশ্যে এসেছিল ‘গোলন্দাজ’-এর কাস্ট লিস্ট। এদিন প্রজাতন্ত্র দিবসের সন্ধিক্ষণে প্রকাশ্যে এসেছে দেবের এই সিনেমার নতুন চমক। ভারতীয় ফুটবলের জনক ও বাঙালির গর্ব নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেব। ‘গোলন্দাজ’-এর পরিচালক ধ্রুব ব্যানার্জী। এই খবর এখন সকলের জানা। গতকাল প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আসে ‘গোলন্দাজ’-এর কাস্ট লিস্ট।

এদিন মোশন পোষ্টারে দেখা গিয়েছে দেবকে ভারতীয় ফুটবলের জনকের চরিত্রে ফুটবলে শট মারতে। বাঙালিয়ানার আবেগকে জড়িয়ে রেখে এক ঐতিহাসিক পটভূমিকায় নির্মিত হচ্ছে ‘গোলন্দাজ’। দেব রয়েছেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে। গতকালই দেখা যায় এই সিনেমার বাকি অভিনেতাদের নাম। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী অর্থাৎ শোভাবাজারের রানি কমলিনীর ভূমিকায়, দেবের বিপরীতে অভিনয় করছেন ইশা সাহা। অনস্ক্রিনে দেবের বাবা অর্থাৎ সূর্যকুমার সর্বাধিকারীর চরিত্রে রয়েছেন শ্রীকান্ত আচার্য। এরই সঙ্গে বড় চমক হিসাবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। স্বাধীনতা সংগ্রামী-বিপ্লবী ভার্গবের চরিত্রে রয়েছেন অনির্বাণ। এছাড়াও জীতেন্দ্র-এর চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায় ও বিনোদের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য। অর্থাৎ একেবারে কড়া টিম নিয়ে মাঠে নেমেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

এমনিতেই ভারতীয় ফুটবলের জনক ও বাঙালির গর্ব নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের গল্পকে বড়পর্দায় ফুটিয়ে তোলার জন্য সিনেমার গল্প কিংবা চিত্রনাট্যে কোনও ফাঁক রাখছেন না পরিচালক। এদিকে কিছুদিন আগেই ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার কাছে অনুশীলন করেন দেব। তিনিও সিনেমার শ্যুটিং-এ ১০০ শতাংশ দেওয়ার জন্য আদাজল খেয়ে নেমেছেন। অর্থাৎ পরাধীন ভারতের বাঙালির লড়াই-এর গল্প ও তার সঙ্গে ফুটবলকে জড়িয়ে এক অভিনব সিনেমা উপহার দেবেন পরিচালক ধ্রুব ব্যানার্জী। এদিন মোশন পোষ্টারেও তাঁর কিছুটা আভাস পাওয়া গিয়েছে। ‘গোলন্দাজ’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ। চলতি বছরের গ্রীষ্মের ছুটিতে মুক্তি পাওয়ার কথা দেবের ‘গোলন্দাজ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here